Header Ads Widget

ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে ইউনাইটেডের জয়

 ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে বোদো গ্লিমটকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ঘরের মাঠে এদিন আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় রেড ডেভিলরা।

ম্যাচের ৪০ সেকেন্ডেই, আলেজান্দ্রো গার্নাচোর গোলে লিড নেয় ম্যানইউ। তবে, ১৯ মিনিটে হ্যাকন ইভজেনের গোলে সমতায় ফেরে বোদো গ্লিমট। চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপ জিনকারনাগেল। ২-১ এ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ।


তবে, দ্বিতীয়ার্ধের শুরুতে ৫ মিনিটের ব্যবধানে ড্যানিশ ফরোয়ার্ড রাসমুস হয়লনের জোড়া গোলে আবারও লিড নেয় ইউনাইটেড। আর গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রুবেন শিষ্যরা। সেই সঙ্গে ম্যানইউর কোচ হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন রুবেন।

Post a Comment

0 Comments